বাংলাদেশ

পূজাকে ‘শয়তানের ইবাদত’ বলায় বিএনপি নেতা হারুনের প্রার্থীতা বাতিলে বিএনপির প্রতি আহ্বান ঐক্য পরিষদের

Posted on November 18, 2025 • 0 Views

পূজাকে ‘শয়তানের ইবাদত’ বলায় বিএনপি নেতা হারুনের প্রার্থীতা বাতিলে বিএনপির প্রতি আহ্বান ঐক্য পরিষদের
চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎গত ১৫ নভেম্বর, ২০২৫ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের মনোনীত প্রার্থী হারুনুর রশিদ হারুন স্থানীয় সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় হিন্দুদের 'শয়তান' হিসেবে উল্লেখ করে বলেছেন, 'হিন্দুদের পূজা শয়তানের ইবাদত।'

‎এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে, হারুনুর রশিদ হারুনের বক্তব্য শুধুমাত্র উস্কানীমূলক, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, জাতিবিদ্বেষী, নির্বাচনী আচরণবিধির নির্লজ্জ লংঘনই নয় বিএনপি'র ঘোষিত 'রেইনবো সোসাইটি'রও পরিপন্থী।

‎ঐক্য পরিষদ ধর্ম অবমাননাকারী এ বক্তব্যের জন্যে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণের জন্যে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে। এরই পাশাপাশি বিএনপি'র ঘোষিত 'রেইনবো সোসাইটি'র পরিপন্থী এ বক্তব্যের জন্যে হারুনুর রশিদ হারুনের নির্বাচনী প্রার্থীতা থেকে বাদ দেয়ার জন্যে বিএনপি'র নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে।
ফটোকার্ড

Share this post