চ্যানেল ওম নিউজ ডেস্ক
গত ১৫ নভেম্বর, ২০২৫ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের মনোনীত প্রার্থী হারুনুর রশিদ হারুন স্থানীয় সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় হিন্দুদের 'শয়তান' হিসেবে উল্লেখ করে বলেছেন, 'হিন্দুদের পূজা শয়তানের ইবাদত।'
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে, হারুনুর রশিদ হারুনের বক্তব্য শুধুমাত্র উস্কানীমূলক, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, জাতিবিদ্বেষী, নির্বাচনী আচরণবিধির নির্লজ্জ লংঘনই নয় বিএনপি'র ঘোষিত 'রেইনবো সোসাইটি'রও পরিপন্থী।
ঐক্য পরিষদ ধর্ম অবমাননাকারী এ বক্তব্যের জন্যে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণের জন্যে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে। এরই পাশাপাশি বিএনপি'র ঘোষিত 'রেইনবো সোসাইটি'র পরিপন্থী এ বক্তব্যের জন্যে হারুনুর রশিদ হারুনের নির্বাচনী প্রার্থীতা থেকে বাদ দেয়ার জন্যে বিএনপি'র নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ
পূজাকে ‘শয়তানের ইবাদত’ বলায় বিএনপি নেতা হারুনের প্রার্থীতা বাতিলে বিএনপির প্রতি আহ্বান ঐক্য পরিষদের
Posted on November 18, 2025 • 0 Views
