বিকাশ স্বর্ণকার, বগুড়া :: বগুড়ায় র্যাব-১২ সিপিএসসি বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় দুই কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি। এ সময় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,বগুড়া শেরপুর থানা শেরুয়া গ্রামের মৃত আফাজ উদ্দিন সরকারের ছেলে আবুল হাসান রুবেল (৫৫) এবং সিরাজগঞ্জ জেলার সদর থানার রাঙ্গালিয়া গাতি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে আল আমিন সরকার (৪৮)। গত ২১শে সেপ্টেম্বর রোববার সন্ধ্যার দিকে র্যাব-১২ এর একটি চৌকস দল শেরপুর থানাধীন দক্ষিণ আম্বইল গ্রামের সোনালিয়া পুকুর পাড় এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ সময় পুকুর পাড়ের পূর্ব পাশে একটি মটর ঘরের মেঝের নিচ থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১৯০কেজি, দৈর্ঘ্য ৫৭ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। সুত্র মতে এর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তারা মূর্তিটি পাচার ও উচ্চমূল্যে বিক্রির জন্য তাদের হেফাজতে রেখেছিলেন। র্যাব-১২ জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে।
অপরাধ
র্যাবের অভিযানে বগুড়ায় ১৯০কেজি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, দুই পাচারকারী গ্রেফতার
Posted on September 22, 2025 • 0 Views
