চ্যানেল ওম নিউজ
মালয়েশিয়ায় উচ্চ শিক্ষায় গিয়ে মারা যাওয়া সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ আগামী মঙ্গলবার দেশে আসবে।রোববার (১৬ নভেম্বর) রাতে ফেসবুকে এমনটি জানিয়েছেন দ্বীপের ছোট দিবাকর দাস ধ্রুব। তবে দ্বীপের মরদেহ সিলেট আসবে না বলে জানান তিনি। মালয়েশিয়া থেকে ঢাকায় আসার পর মরদেহ হবিগঞ্জে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।এসব তথ্য জানিয়ে ফেসবুকে ধ্রুব লিখেন- ‘আমার ভাই দীপংকর দাশ দ্বীপ আগামী মঙ্গলবার দুপুরে আমাদের গ্রামের বাড়ি পুটিজুড়ী (মন্ডল কাপন), বাহুবল, হবিগঞ্জ এ পৌঁছবে। ভাই ফিরছে, কিন্তু আর জীবনের পথে নয়…। চিরঘুমের নীরবতায়।’গত বুধবার ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান একুশ বছরের তরুণ দ্বীপ।উচ্চ শিক্ষার জন্য গত মাসেই মালয়েশিয়া গিয়েছিলেন সিলেটের গোপালটিলার বাসিন্দা দ্বীপ।দ্বীপের আকস্মিক মৃত্যুতে সিলেটজুড়েই শোকের ছায়া বইছে। তার স্বজন-বন্ধুদের পাশপাশি সাধারণ মানুষজনও দ্বীপের এমন মৃত্যুতে আফসোস করছেন। পাশপাশি সকলেরই প্রশ্ন ছিলো কবে দেশে ফিরবে দ্বীপের মরদেহ।দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন। তবে তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে । তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় দ্বীপ।দ্বীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বুধবার ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তাতে দ্বীপের সাথে তার মাসহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেতো। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।
