বাংলাদেশের অন্যতম আধ্যাত্মিক প্রতিষ্ঠান ঋষিধামে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ এর অঙ্গসংগঠন ঋষি অদ্বৈতানন্দ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাবু দেবাশীষ পালিত, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ঋষিধাম ও তুলসীধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ, আশির্বাদক হিসেবে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী কৃপানন্দ পুরী মহারাজ, ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাগর দেব এর সভাপতিত্বে শ্রী নন্দন সুশীল এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কাঞ্চন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সভাপতি শ্রী চন্দন সিনহা, সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, চন্দন দাশ, চন্দ্র শেখর মল্লিক,পরিষদের বাশখালী শাখার সভাপতি অলক দাশ, ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রঞ্জিত দেব, ছাত্র পরিষদের সাবেক সভাপতি দোলন দাশ, সাবেক যুগ্ম সম্পাদক লিপটন লিপু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাবু দেবাশীষ পালিত ঋষি অদ্বৈতানন্দ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটিতে শুভজিৎ দাশকে সভাপতি, জয় দত্তকে সাধারণ সম্পাদক এবং ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সবুজ দাশকে সভাপতি ও সৌরভ দাশ দীপ্তকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য কমিটি ঘোষণা করেন এবং ঋষিধামের সর্বস্তরের ভক্তদের নিয়ে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নির্দেশনা প্রদান করেন।
ঋষিধাম ও তুলসীধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ বলেন, আধ্যাত্মিক জগতের শিরমণি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ ঋষিধামের কল্যাণে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ গঠন করেছিলেন। স্বামীজির স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে ঋষি অদ্বৈতানন্দ ছাত্র পরিষদ নতুন প্রজন্মকে নিয়ে অগ্রণী ভুমিকা পালন করবে বলে আশা রাখি। আমি সকলের মঙ্গল কামনা করছি।
