চ্যানেল ওম নিউজ ডেস্ক
দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার কমিটি গঠন হয়েছে। উক্ত কমিটির অনুমোদন দেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।এতে এডভোকেট অনুপম বিশ্বাসকে আহ্বায়ক, চন্দ্র শেখর মল্লিককে সদস্য সচিব ও তড়িৎ গুহকে অর্থ সচিব করা হয়। আগামী বছরের ২০ই জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি ১১দিন ব্যাপী ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্ঠিত হবে। উক্ত ঋষিকুম্ভ ও কুম্ভমেলার পৌরহিত্যে করবেন ঋষিধাম বাঁশখালী ও তুলসীধাম চট্টগ্রামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।আয়োজনে শ্রীগুরু সংঘ,ঋষিধাম ও তুলসীধাম চট্টগ্রাম। সার্বিক সহযোগিতায় ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ।
