শোক

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দ্বীপের পরলোক গমন

Posted on November 12, 2025 • 0 Views

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দ্বীপের পরলোক গমন
সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই। ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু,
‎বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়।
‎দীপংকর দাশ দীপ সিলেটের আঞ্চলিক ভাষায় কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তাঁর হাস্যরসাত্মক ও বাস্তবধর্মী ভিডিওগুলো তরুণ প্রজন্মের মধ্যে দারুণ জনপ্রিয় ছিল। কিছুদিন আগে তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন।
‎তাঁর কাকাতো ভাই রাহুল দাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দীপংকরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেছেন—
‎“আমার কাকাতো ছোট ভাই দীপংকর দাশ দীপ (দ্বীপ) গতকাল দিবাগত রাত ৫টার সময় মালয়েশিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরপারে সে যেন স্বর্গবাসী হয়। ‘দিব্যান্ লোকান্ স গচ্ছতু’।”
‎দীপংকর দাশ দীপের অকাল মৃত্যুতে অনলাইন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করছেন।
ফটোকার্ড

Share this post