শোক

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে খেলার মাঠে বিজয় দত্ত নামে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Posted on November 11, 2025 • 0 Views

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে খেলার মাঠে বিজয় দত্ত নামে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে আজ বিকেলে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। ফুটবল খেলতে গিয়ে মেকানিক্যাল টেকনোলজির ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী বিজয় দত্ত হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
 
সহপাঠী ও বন্ধুরা সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।

বিজয় দত্তের আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও পুরো ক্যাম্পাসে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় ক্যাম্পাসে এমন এক মর্মান্তিক প্রাণহানির ঘটনা সকলকে গভীরভাবে ব্যথিত করেছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা বিজয় দত্তের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ফটোকার্ড

Share this post