জাতীয়

২০২৬ সালে পূজায় ছুটি কত দিন?

Posted on November 9, 2025 • 0 Views

২০২৬ সালে পূজায় ছুটি কত দিন?
চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎ইতিমধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

‎বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি থাকবে ২৮ দিন।

‎এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে পড়েছে।


‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরের দিন ও আগে–পরে দুই দিন করে মোট ৫ দিন এবং ঈদুল আজহার দিন, আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট ৬ দিন ছুটি থাকবে।

‎অন্যদিকে, শারদীয় দুর্গাপূজায় মহানবমী ও বিজয়া দশমীর দিন ছুটি থাকবে—অর্থাৎ পূজায় মোট দুই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

‎এর আগে সাধারণত ঈদের ছুটি তিন দিন থাকলেও ২০২৫ সালে তা বাড়িয়ে যথাক্রমে ৫ ও ৬ দিন করা হয়। একইভাবে ২০২৬ সালেও সেই কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ফটোকার্ড

Share this post