চ্যানেল ওম নিউজ ডেস্ক
অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে- হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রধান লক্ষ্য। তৃণমূল পর্যায়ের কর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সংগঠনের অগ্রগতির মূল শক্তি।
আজ শনিবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা সদরে বম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্টের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে- হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রধান লক্ষ্য। তৃণমূল পর্যায়ের কর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সংগঠনের অগ্রগতির মূল শক্তি।
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এর বান্দরবান জেলার আহ্বায়ক জগদীশ বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব মিথুন কান্তি দাস ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মিথুন আচার্য।
বক্তারা বলেছেন, পাহাড়ি ও সমতলের হিন্দু–বৌদ্ধ–খ্রিষ্টান জনগোষ্ঠীর কল্যাণ, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা আরও সক্রিয় ও শক্তিশালী করতে হবে।
আরো বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা, রুমা উপজেলার বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক, পলাশ চৌধুরী।
এসময় রুমা উপজেলার বিভিন্ন বয়সী নারী–পুরুষ কর্মীরা অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে তোলেন। আলোচনা সভা শেষে সংগঠনের পরবর্তী পরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।
সকালে রুমা সদর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে রুমা বাজার প্রদক্ষিণ করে পাইলটপাড়ার বম কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। চ্যানেল ওম।
অনুষ্ঠান
রুমায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্টের কর্মী সম্মেলন
Posted on November 8, 2025 • 0 Views
