অনুষ্ঠান

বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের কার্যকরী কমিটি'২৫-২৮ইং এর অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ

Posted on November 8, 2025 • 0 Views

বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের কার্যকরী কমিটি'২৫-২৮ইং এর অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ
চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎'মানব সভ্যতাকে আলোকিত করতে শ্রীমদভগবদগীতা শিক্ষা অনস্বীকার্য'।
‎বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা বিশিষ্ট সমাজ অনুভাবক শিবু প্রসাদ দত্ত বলেছেন, গীতা শিক্ষা মানুষের অন্তরকে বিকশিত করে। গীতা জ্ঞানের আলো জ্বালানোর মধ্য দিয়ে মূলত অন্তর আত্মাকে বিকশিত করতে হবে। মানব জাতিকে আলোকিত করতে গীতা শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। গত ৭ ই নভেম্বর ফটিকছড়ি উপজেলা সংলগ্ন শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রমে বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
‎সংগঠনের সভাপতি শিক্ষক মানস চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রারম্ভে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলণ করেন শ্রীমৎ নারায়ণ দাস বাবাজী। মঙ্গলপ্রদীপ প্রজ্জলনের সাথে মঙ্গলদীপ জ্বলে সংগীত পরিবেশন করেন মহিলা সম্পাদিকা শ্রীমতি অর্চনা আচার্যের পরিচালনায় বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদের গীতা স্কুলের শিক্ষার্থীবৃন্দ। সমবেত গীতাপাঠ পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শ্রী রাসেল দে, প্রশ্নোত্তরে শ্রীকৃষ্ণ অর্জুন উপস্থাপন করেন নাজিরহাট পৌরসভা সংসদ। মহান আশীর্বাদক ছিলেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠান উদ্ভোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি শ্রীযুত ঝন্টু চৌধুরী। মহান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যক্ষ বিজয়া লক্ষী দেবী। চ্যানেল ওম।
‎প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মভাষক, গ্রন্থকার, সমীক্ষক শ্রীসুদর্শন চক্রবর্ত্তী। ভাগবতীয় বক্তা ছিলেন শ্রীমৎ সিদ্ধ রসিক দাস ব্রহ্মচারী।
‎শপথ বাক্য পাঠ করান বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরী।
‎আলোকিত অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রনী, শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, বাগীশিক উত্তর জেলা সংসদের উপদেষ্টা ডাঃ সুব্রত চৌধুরী, সহ -সভাপতি লায়ন ডাঃ বরুণ আচার্য বলাই। সংবর্ধিত অতিথি ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সম্মানীয় প্রধান পৃষ্টপোষক শ্রীযুত নির্ম্মল কান্তি দেব, ফটিকছড়ি উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা সুমন কুমার বনিক, উত্তর জেলা সংসদের উপদেষ্টা ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, বাগীশিক উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, উপদেষ্টা বিএসআইআর ' চট্টগ্রামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শ্রীবাস চন্দ্র ভট্টাচার্য, চুয়েট ' সহকারী অধ্যাপক ড. রাতুল কুমার শীল।
‎আরো উপস্থিত ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের কর্মকর্তা ছোটন দাশ, রুপন দাশ, ফটিকছড়ি উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পন্ডিত শ্রী লিংকন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শ্রী রবিন পাল, ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় পদ চন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাল ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্রী মিন্টু নাথ,রাঙ্গামাটিয়া নাথপাড়া জনকল্যান সমাজ পরিষদের নেতৃবৃন্দ, কিশোর পরিষদের নেতৃবৃন্দ সহ বাগীশিক ফটিকছড়ি উপজেলার আওতাধীন বিভিন্ন পৌরসভা/ইউনিয়ন সংসদের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সনাতনী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।
‎স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিঃ সহ সভাপতি রুপক দে, সাধারণ সম্পাদক লিটন মহাজন।
‎সভা সঞ্চালনা করেন পার্থ ঘোষ, সৈকত চন্দ্র দাশ।চ্যানেল ওম।
ফটোকার্ড

Share this post