উৎসব

রাধা গোবিন্দ মন্দিরে রাস উৎসব: প্রসাদ ও জলসেবায় আলো ছড়ালো নোয়াখালীর তরুণ প্রজন্ম

Posted on November 6, 2025 • 0 Views

রাধা গোবিন্দ মন্দিরে রাস উৎসব: প্রসাদ ও জলসেবায় আলো ছড়ালো নোয়াখালীর তরুণ প্রজন্ম
চ্যানেল ওম নিউজ ডেস্ক
নোয়াখালী জেলার দৌলতপুর ইউনিয়নের রাম কিশোর ব্যাপারী বাড়িস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য রাস পূর্ণিমা উৎসব। ভক্তদের মাঝে প্রসাদ ও বিশুদ্ধ পানীয় জল সেবা প্রদান করে নোয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাসংঘ ও নোয়াখালী জেলা হিন্দু স্বেচ্ছাসেবক মহাসংঘ।

উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়। মন্দির প্রাঙ্গণে চলে নামসংকীর্তন। সারাদিন ধরে আনন্দ-উৎসবে মুখরিত থাকে পুরো এলাকা। ভক্তদের সেবায় নিরলসভাবে কাজ করেন সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্যরা।

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র শীল বলেন, “ধর্মীয় অনুষ্ঠান মানে শুধু ভক্তি নয়, সেবাও এক ধরনের পূজা। আমরা এই সেবার মাধ্যমে ভক্তদের পাশে থাকতে পেরে গর্বিত ও ধন্য।”

স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মতে, রাস পূর্ণিমা উৎসব দৌলতপুরে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়—এটি সনাতন সমাজের ঐক্য, সম্প্রীতি ও ভক্তির প্রতীক হিসেবে প্রতিবারই নতুন উদ্দীপনা সৃষ্টি করে। চ্যানেল ওম।
ফটোকার্ড

Share this post