ইন্দো-হলিউডের পরিপ্রেক্ষিতে নির্মিত হচ্ছে অপেক্ষাকৃত আলোচিত সিনেমা ‘রামায়ণা’। এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বিবেক ওবেরয়, যিনি তার অভিনয়ের পাশাপাশি এক মানবিক উদ্যোগের জন্যও আলোচনায় রয়েছেন। সিনেমায় অংশগ্রহণের জন্য কোনো পারিশ্রমিক নিতে রাজি হননি এই অভিনেতা, তবে ছবির টিম তাকে যথেষ্ট মোটা অংকের পারিশ্রমিক প্রদান করলেও, সেই সম্পূর্ণ অর্থ তিনি ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করে বিবেক ওবেরয় বলেন, এই প্রকল্পে আমি কোনো পারিশ্রমিক নিতে চাইনি, কিন্তু যে টাকা পেয়েছি, তা আমি ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য দান করেছি। যদিও তিনি পারিশ্রমিকের পরিমাণ প্রকাশ করেননি, তবে তার এই মানবিক সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে সমাজের প্রতিটি স্তরে।
বিশ্ব
‘রামায়ণা’র পারিশ্রমিক ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য দান করলেন বিবেক
Posted on November 5, 2025 • 0 Views
