অনুষ্ঠান

চাক্তাই শ্রীশ্রী লোকনাথ ধামে ঘৃত প্রদীপ প্রজ্বলন উৎসব অনুষ্ঠিত

Posted on November 5, 2025 • 0 Views

চাক্তাই শ্রীশ্রী লোকনাথ ধামে ঘৃত প্রদীপ প্রজ্বলন উৎসব অনুষ্ঠিত
যীশু সেন
গত ৪ নভেম্বর চট্টগ্রামস্থ চাক্তাই শ্রীশ্রী লোকনাথ ধামের আয়োজনে ঘৃত প্রদীপ প্রজ্বলন উৎসব ধর্মীয় ও আধ্যাত্মিক আবহে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই শুভ উৎসবের সূচনা হয়।

উৎসবের উদ্বোধন করেন চাক্তাই লোকনাথ ধামের সভাপতি অজয় কৃষ্ণ দাশ মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলন দাশ, বাবুল সেন, আশুতোষ সরকার, স্বপন সাহা, দোলন মহাজন, কাঞ্চন দত্ত, সপু দাশ, অসীম সাহা, আনন্দ মোহন দাশ, বিশ্বজিত বিশ্বাস, কাঞ্চন তালুকদার, উত্তম চৌধুরী, অজয় দত্ত, কৃপা সিন্ধু নাথ, সুজিত সেন, কিশোর সেন, সঞ্জয় বিশ্বাস রবি, লিটন আইচ, সজল মজুমদার, মিঠু মহাজন, বিশ্বজিত মল্লিক, রাজন মুহুরী, অলক চক্রবর্তী, সমীর দাশ, স্বপন দাশ, প্রকাশ দে, সুদর্শন বিশ্বাস প্রমুখ।

ধর্মীয় সংগীত, প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দামোদর মাস, যা সাধারণভাবে কার্তিক মাস নামে পরিচিত, হিন্দু ধর্মে অন্যতম পবিত্র মাস হিসেবে বিবেচিত। শাস্ত্রে বলা হয়েছে, এই মাসে ঘৃত প্রদীপ প্রজ্বলন করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয়।

“দামোদর” শব্দের অর্থ— ‘যিনি দড়ি দিয়ে উদরে বাঁধা হয়েছিলেন’, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা, যেখানে মা যশোদা প্রেমভরে তাঁকে বেঁধেছিলেন। তাই ভক্তরা এই মাসে প্রদীপ জ্বালিয়ে ভগবান দামোদর রূপে কৃষ্ণকে স্মরণ করেন এবং তাঁর প্রতি ভক্তি নিবেদন করেন।

পদ্ম পুরাণে বলা হয়েছে — “কার্তিক মাসে প্রদীপ দান করলে শত জন্মের পাপ নাশ হয়, এবং ভগবানের অনন্ত আশীর্বাদ পাওয়া যায়।”

এই প্রদীপ প্রজ্বলন শুধু ধর্মীয় আচার নয়, এটি আলো ও ভক্তির প্রতীক — অন্ধকার দূর করে আত্মার আলোকিত হওয়ার এক সুন্দর প্রয়াস।

চাক্তাই শ্রীশ্রী লোকনাথ ধামে আয়োজিত এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি ভক্তি, আলো ও ঐক্যের এক অনন্য মিলনমেলা হয়ে উঠেছে।

“ভক্তদের প্রজ্বলিত প্রদীপের আলোয় আলোকিত হয়েছে চাক্তাই শ্রীশ্রী লোকনাথ ধাম — যেখানে প্রতিটি শিখা যেন বলছে, ভগবানের প্রেমই জীবনের পরম আলোক।”
ফটোকার্ড

Share this post