নিউজ ডেস্ক
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের উদ্যোগে মাসব্যাপী গীতাপ্রশিক্ষক প্রশিক্ষণকর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান'২৫ অনুষ্ঠিত। সার্বিক তত্ত্বাবধানে ছিলো বাগীশিক কেন্দ্রীয় সংসদ। উক্ত অনুষ্ঠান আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গীতা পাঠ করেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের গীতা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শিক্ষক সুকুমার নাথ। এতে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ কুমার ভট্টাচার্য্য,প্রতিষ্ঠাতা সভাপতি, বাগীশিক কেন্দ্রীয় সংসদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি ঝুন্টু চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও নাট্যবক্তিত্ব শ্রী সুদর্শন চক্রবর্তী। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, আশুতোষ সরকার। সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাগীশিক কেন্দ্রীয় সংসদ এর পলাশ কান্তি নাথ রনি, শিক্ষাবিষয়ক সম্পাদক, বাগীশিক কেন্দ্রীয় সংসদ এর তপন কান্তি নাথ তপু, গীতা প্রশিক্ষক চট্টগ্রাম মহানগর সংসদের মিল্টন রায়। বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক ডা অপূর্ব ধর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তম কুমার শীল, ডা: বিবরণ দাশ, সোহেল দাশ, মাধব চক্রবর্তী, সুমন চৌধুরী, রাজেশ পাল, রনি চক্রবর্তী, শুভদ্বীপ চক্রবর্তী, সুমিত সিকদার, মৌসুমি চৌধুরী, নির্ঝর শীল অপু, অনিল আচার্য্য, তমিত রায় পুরোহিত প্রমুখ। বক্তাতারা বলেন, সনাতনী সমাজের জন্য গীতা শিক্ষা গ্রহণ বাধ্যতা মূলক বলে মন্তব্য করেন। ১০০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও উপহার প্রদান করা হয়,৪ জন প্রশিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান
বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উদ্যোগে মাসব্যাপী গীতাপ্রশিক্ষক প্রশিক্ষণকর্মশালার সমাপনী ও সনদ প্রদান
Posted on November 4, 2025 • 0 Views
