জনি মজুমদার জয়
মেহের কালীবাড়ির ইতিহাস প্রায় সাড়ে ৭০০ বছরেরও বেশি পুরোনো। এটি বাংলাদেশের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় অবস্থিত একটি প্রাচীন তীর্থস্থান, যা দশমহাবিদ্যা সিদ্ধপীঠ হিসেবে পরিচিত। এই স্থানটি একসময় মহারূপের সিদ্ধস্থান ছিল, যেখানে দেবী কালীর দশ মহাবিদ্যা রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। ধারণা করা হয়, প্রায় সাড়ে ৭০০ বছর আগে এই স্থানে মহাসাধক সর্বানন্দদেবের দশমহাবিদ্যা সাধনা সম্পন্ন হয়েছিল এবং দেবী তাঁর দশ মহাবিদ্যা রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। এর আগে, এটি মাতঙ্গ মুনির আশ্রম ছিল। মেহের কালীবাড়িকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ স্থান হিসেবে গণ্য করা হয়, যা সনাতন ধর্মালম্বীদের কাছে একটি অদ্বিতীয় সিদ্ধপীঠ ও তীর্থস্থান। বর্তমানেও এই স্থানটির ঐতিহ্য ও গুরুত্ব রয়ে গেছে। এখানে প্রায় সাড়ে ৭০০ বছরের পুরনো একটি জীনবৃক্ষ-এর অংশবিশেষ আজও দেখা যায়, যা কালের সাক্ষী। এটিই উপমহাদেশের একমাত্র মন্দির যেখানো দেবীর দশ মহাবিদ্যা রুপের দর্শন পাওয়া যায়। দেবীর সেই দশ রুপ হলো কালী, তারা, ষোড়শী (ত্রিপুরা সুন্দরী), ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা।
