অনুষ্ঠান

বাগীশিক সুয়াবিল ইউনিয়ন সংসদের সম্মেলন (২০২৫-২০২৮) অনুষ্ঠিত

Posted on November 3, 2025 • 0 Views

বাগীশিক সুয়াবিল ইউনিয়ন সংসদের সম্মেলন (২০২৫-২০২৮) অনুষ্ঠিত
গত ২ নভেম্বর ২০২৫ রবিবার বাগীশিক সুয়াবিল ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন বৈদ্যরহাটস্থ শ্রী শ্রী ফুলেশ্বরী কালী মন্দিরে অনুষ্ঠিত হয়। মাস্টার পার্থ ঘোষের সঞ্চলনায় শ্রী যুত রুবেল ধরের সভাপতিত্বে সম্মেলনের উদ্ভোধন করেন ফুলেশ্বরী কালী মন্দিরের সাধারন সম্পাদক শ্রী অর্জুন নাথ, প্রধান অতিথি বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি মানস চক্রবর্তী, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মাস্টার লিটন মহাজন, বিশেষ অতিথি ছিলেন মাস্টার রনজিত চক্রবর্তী, মাস্টার দেবাশীষ দেব, ডা. মানিক দেবনাথ, সেবা সংঘের সভাপতি ডা. মিলটন দে, শ্রী উজ্জ্বল নাথ, শ্রী আদিত্য সৈকত, শ্রী উজ্জ্বল দেব, শ্রী লিটন দে, মাস্টার অনুপম ভট্টচার্য, ফটিকছড়ি পুজা পরিষদের অর্থ সম্পাদক জয় পদ চন্দ, ইউপি সদস্য সাধন চৌধুরী, ইউপি সদস্য মিন্টু চৌধুরী, রুবেল বিশ্বাস, দয়াল দে, সনজয় সিকদার, জনি কুর্মি, শ্রীমতি বিউটি দে, শ্রীমতি দীপ্তি দে, শ্রীমতি নিপা দে প্রমুখ। শুরুতে গীতা পাঠ করেন গীতা স্কুলের শিক্ষার্থী শ্রী মানী অর্পিতা শীল। বক্তারা গীতা শিক্ষার প্রসারে নব গঠিত কমিঠির সদস্য নিবেদিত ভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে শ্রী যুত বাবু লিটন দে কে প্রধান উপদেষ্ঠা, শ্রীযুত বাবু সনজয় সিকদার কে সভাপতি, শ্রীযুত বাবু জনি কুর্মীকে সাধারন সম্পাদক, সহ সভাপতি পদে শ্রী আবেশ দাশ, শ্রী সুমন নন্দী, শ্রী পল্লব দে, সাংগঠনিক সম্পাদক শ্রী নয়ন চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক শ্রী রানা কুর্মী, অর্থ সম্পাদক শ্রী বাবন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক শ্রীযুত বাবু বিপ্লব সেন, শিক্ষাবিষয়ক সম্পাদক অজয় সাহা, গীতা বিদ্যাপীঠ সম্পাদক শ্রী অপূর্ব দে, ত্রান ও পূনর্বাসন সম্পাদক শ্রীযুত রাজন দাশ, নির্বাহী সদস্য শ্রী যুত ছোটন নন্দী, শ্রী অমিত নন্দী, শ্রী মতি নিপা দে, শ্রী মতি দীপ্তি দে নির্বাচিত হয়েছেন।
ফটোকার্ড

Share this post