অনুষ্ঠান
পন্ডিত শ্রী দুলাল কান্তি আচার্য্যের ৮০তম জন্মবার্ষিকী উদযাপন
Posted on November 1, 2025 • 0 Views

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার অন্তগত ভূজপুর থানার হারুয়াল ছড়ি ইউনিয়নের বিশিস্ট ধর্মপ্রান ব্যাক্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিচিত, বিশিষ্ট জ্যোতিষী, ভুজপুর সার্বজনীন জ্যোতিশ্বরানন্দ কেন্দ্রীয় গীতা মন্দিরে সস্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয় পন্ডিত শ্রী দুলাল কান্তি আচার্য্য মহোদয় এর ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে উক্ত মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি, রনজিত কুমার শীল এবং সাধারন সম্পাদক প্রভাত শীল, সহ বিকাশ কুমার শীল, কাজল শীল, আশীষ কুমার শীল, সনজিত কুমার শীল, প্রকাশ কুমার আচায্য,পলাশ আচার্য্য ও হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নিপু দে সহ আরো অনেকের উপস্থিতিতে কেন্দ্রীয় গীতা মন্দিরে সৌজন্যে স্মারক সমন্মনা এর মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ও তার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন। আরো অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভূজপুর থানা শাখায় সস্মানিত সভাপতি এডভোকেট শ্রী মিহির কুমার দে,সাবেক সম্মানিত সহ সভাপতি এডভোকেট শ্রী তরুণ কিশোর দেব মহোদয়, শ্রী শ্রী হরি কালী দূর্গা ও গীতা মন্দিরে সাধারণ সম্পাদক শ্রী রনজিৎ পাল, সাবেক সভাপতি পন্ডিত শ্রী লিংকন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় ধর, সহ-সভাপতি বিশিষ্ট সস্মানিত শ্রী কেশব দেব,উপদেষ্টা শ্রী অনিল সেন, নির্বাহী সদস্য শ্রী তাপস দে, নির্বাহী সদস্য শ্রী সমিরণ কর্মকার, শ্রী সুজন দে মহোদয়, হারুয়ালছড়ি ইউনিয়ন কমিটির সহ ভূজপুর ইউনিয়ন সহ-সভাপতি শ্রী গোপাল দে মহোদয় এবং ফটিকছড়ি উপজেলা শ্রীশ্রী জন্মাষ্টমী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও লেখক ডা.বরুন কুমার আচার্য্য।
ফটোকার্ড