অনুষ্ঠান

শরণখোলায় হিন্দু সম্প্রদায়ের সাথে শুভ বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠান করলেন ড. এ বি এম ওবায়দুল ইসলাম

Posted on October 26, 2025 • 0 Views

শরণখোলায় হিন্দু সম্প্রদায়ের সাথে শুভ বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠান করলেন ড. এ বি এম ওবায়দুল ইসলাম
বাগেরহাটের শরনখোলায় জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ভাই ভাই সংখ্যালঘু বলতে কোন কথা নাই এমন উক্তি প্রকাশ করে বাগেরহাটের শরণখোলায় সদ্য সমাপ্ত শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শুভ বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এমন মন্তব্য করেন। ২৪ অক্টোবর বিকেল সাড়ে চারটায় উপজেলার কেন্দ্রীয় মন্দির কমপ্লেক্স ভবন মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শরলখোলা শাখার সভাপতি শিক্ষক বাবুল দাসের সভাপতিত্বে ও শরণখোলা উপজেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি আষীশ দাস ও সাধারণ সম্পাদক তাপস ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান মতিয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন,শরণখোলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার,, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কর্মকার, রাজাপুর সার্বজনীন গোবিন্দ মন্দির কমিটির সভাপতি স্মরণন সিকদার, হিন্দু ধর্মীয় নেতা লিটন মন্ডল, সমাজসেবক স্বপন কুমার কুন্ডু ও শিক্ষিকা রঞ্জিতা রানী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ড. এবি এম ওবায়দুল ইসলাম বলেন তিনি যদি বিএনপি থেকে নমিনেশন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন শরণখোলায শিক্ষা পর্যটন সুপ্রিয় পানির ব্যবস্থা সহ বিভিন্ন কর্মকান্ড করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়া মন্দিরের উন্নয়নে কাজ করবেন এমন প্রত্যয় ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি তার সফর সঙ্গীদের নিয়ে রায়েন্দা বাজারে লিফলেট বিতরণ করেন।
ফটোকার্ড

Share this post