ধর্ম

দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগ দিলেন হিন্দু পুরোহিত

Posted on October 26, 2025 • 0 Views

দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগ দিলেন হিন্দু পুরোহিত
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগ দিয়েছেন তাপস মোহন চক্রবর্তী নামে এক হিন্দু পুরোহিত প্রশিক্ষক ।

গত শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ এলাকায় ইউনিয়ন জামায়াতের এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগদান করেন।

সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী তাপস মোহন চক্রবর্তী উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের কিতনিয়া পাড়া এলাকার পরপূর্ণ ঠাকুরের ছেলে। তিনি পঞ্চগড় জেলা পুরোহিত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে দন্ডপাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

দন্ডপাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. সফিউল্লাহ সুফি।

এসময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোঃ লুৎফর রহমান, দন্ডপাল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ।

জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগদানের বিষয়ে তাপস মোহন চক্রবর্তী বলেন, আমি লক্ষ্য করেছি এরা আসলে ন্যায়বান, এরা কোন দূর্নীতির সাথে জড়িত না। সারাজীবন তো অন্য দলগুলোতে ভোট দিয়ে দেখলাম। কী পেলাম আর কী পেলাম না তো দেখলাম। এবার না হয় জামায়াতে ইসলামীকে সুযোগ দিয়ে দেখি, তারা আমাদের দেশের জন্য কী করতে পারে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ লুৎফর রহমান বলেন, পুরোহিত তাপস মোহন চক্রবর্তী বেশ কিছু দিন আগে জামায়াতে ইসলামীতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। শুক্রবার দন্ডপাল ইউনিয়নের একটি উঠান বৈঠকে সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগদান করেছেন।
ফটোকার্ড

Share this post