মানববন্ধন

ইসকন নিষিদ্ধের দাবিতে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Posted on October 24, 2025 • 0 Views

ইসকন নিষিদ্ধের দাবিতে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
‎হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

‎শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে তিতুমীর কলেজ দাওয়াহ্ সার্কেলের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মহাখালী টিভি গেট পর্যন্ত যায় এবং পুনরায় কলেজ ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎মিছিলে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইসলামের শত্রুরা হুশিয়ার’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ব্যান ইসকন’, ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’ ইত্যাদি স্লোগান দেন।

‎সমাবেশে বক্তারা বলেন, ইসকন কেবল একটি ধর্মীয় সংগঠন নয়, বরং এটি ভারতের একটি প্রভাবশালী রাজনৈতিক ও সন্ত্রাসী গোষ্ঠী, যারা বাংলাদেশে হিন্দুত্ববাদী প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাদের দাবি, প্রশাসনের নীরবতা ও রাজনৈতিক প্রশ্রয়ে সংগঠনটি বারবার ইসলাম ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে।

‎এসময় কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী আল নোমান নীরব বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশের জন্য অভিশাপ। তারা আওয়ামী শাসনামলে রাষ্ট্রীয় সহায়তা পেয়ে ইসলামফোবিয়ার উস্কানি দিয়ে এসেছে। এখন আবার প্রশাসনের নীরবতার সুযোগে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে।

‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিতুমীর কলেজ শাখার সভাপতি ইউনুস আহমেদ বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা আমাদের ভাই, কিন্তু ইসকন হিন্দু নয় এটি একটি উগ্র সন্ত্রাসী সংগঠন, যারা ভারতের হয়ে বাংলাদেশের হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, ইসকনের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

‎বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তিতুমীর কলেজ শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, ৫ আগস্টের পর থেকে দেশে উগ্র হিন্দুত্ববাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। অথচ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যে এই বাংলার মাটিতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের কোন স্থান নেই।
ফটোকার্ড

Share this post