ধর্ম

ঐক্যের অভাবই সনাতনী সমাজের প্রধান শত্রু: আকাশ কুমার

Posted on October 24, 2025 • 0 Views

ঐক্যের অভাবই সনাতনী সমাজের প্রধান শত্রু: আকাশ কুমার
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অলি-গলিতে অসংখ্য সনাতনী সংগঠন গড়ে উঠছে। কিন্তু এসব সংগঠনের নেতৃত্ব ও পদ-পদবীর চেয়েও গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক ঐক্য— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু সেচ্ছাসেবক মহাসংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকাশ কুমার মহন্ত।

‎তিনি বলেন, “আজ আমরা নেতা হতে ব্যস্ত, কিন্তু সমাজ হিসেবে ঐক্যবদ্ধ হতে পারছি না। একে অপরকে খোঁচা দিয়ে, বিভেদ সৃষ্টি করে আমরা নিজেরাই দুর্বল হচ্ছি। এই বিভেদই আজ সনাতনী সমাজের সবচেয়ে বড় শত্রু।”

‎আকাশ কুমার মহন্ত আরও বলেন, “একটি চক্র বাংলাদেশ থেকে সনাতনীদের বিলুপ্ত করতে চায়, আর কিছু স্থানীয় দালাল তাদের হাতিয়ার হিসেবে কাজ করছে। তাই এখনই সময়— সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার। কেবল ঐক্য ও প্রতিবাদই পারে প্রতিরোধ গড়ে তুলতে।"
ফটোকার্ড

Share this post