চ্যানেল ওম নিউজ ডেস্ক
নোয়াখালীর সুবর্ণচরের পশ্চিম চরজুবলী এলাকায় গত ১৩ অক্টোবর সংঘটিত সুব্রত চন্দ্র দাস (৪৭) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও মূল আসামী নূর মোহাম্মদ (৫৭) গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ।
পুলিশ জানিয়েছেন, গত ১৩ অক্টোবর রক্তাক্ত অবস্থায় সুব্রত চন্দ্র দাসের লাশ উদ্ধার হওয়ার পর তদন্তে নেমে পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে। পুলিশের প্রাথমিক তদন্ত ও প্রযুক্তির সহায়তায় নূর মোহাম্মদকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।
এদিকে, কিছু সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হত্যাকাণ্ডকে "প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে কুপিয়ে হত্যা" হিসেবে প্রচার করা৷ যা সমাজে ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে বলে জানিয়েছে পুলিশ ।
সে পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক মহোদয়ের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম এর নেতৃত্বে চরজব্বর থানার একাধিক টিম দ্রুত অভিযানে নামেন । অবশেষে, গত ১৬ অক্টোবর সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার এলাকা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ স্বীকারোক্তি দিয়েছেন যে, ১৩ অক্টোবর তিনি তার মোটরসাইকেল নিয়ে গাছ কাটার শ্রমিকদের খাবার পৌঁছাতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। একটি সিএনজিকে ওভারটেক করার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল দেখে হঠাৎ ব্রেক করলে তার মোটরসাইকেল সড়কে পড়ে যায় এবং ঘটনাস্থলে পড়ে থাকা সুব্রত চন্দ্র দাসের উপর দিয়ে চলে যায়। এতে নিহতের গলায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত তিনজন প্রত্যক্ষদর্শীও একই বিবরণ প্রদান করেছেন। গ্রেপ্তারকৃত আসামী নূর মোহাম্মদ স্বীকার করেছেন যে, তিনি দুর্ঘটনাবশত এমনটি ঘটিয়েছেন এবং শিগগিরই আদালতে তার জবানবন্দি দেবেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন মিয়া জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তিনি আরও জানিয়েছে, যেকোনো প্রকার বিভ্রান্তি এড়াতে প্রকৃত তথ্য এবং সত্যতার ভিত্তিতে সংবাদ প্রচার করা উচিত। প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করার জন্য পুলিশ গণমাধ্যমের প্রতি আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।
অপরাধ
সুবর্ণচরে সুব্রত দাস হত্যার রহস্য উন্মোচন, মূল আসামী নূর মোহাম্মদ গ্রেপ্তার
Posted on October 17, 2025 • 0 Views
